ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
ভাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, আহত ১০

ফরিদপুর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও বেশ কিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

বুধবার (৮ মার্চ) রাতে ও বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার তুজারপুরের জমাদ্দারপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।  

জানা গেছে, জমাদ্দারপাড়ায় গতকাল বুধবার রাত ১১টার দিকে শবে বরাতের নামাজ শেষে তবারক বিতরণের সময় শিশু-কিশোরের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে দেশীয় অস্ত্র ঢাল-সুরকি নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।  

কিন্তু, ওই ঘটনার সূত্র ধরেই বৃহস্পতিবার সকালে জমাদ্দারপাড়ায় ফের ওমর মাতুব্বর ও ওহাব ভূঁইয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় অন্তত আরও পাঁচজন আহত হন। ভাঙচুর করা হয় বেশকিছু বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এছাড়া ওই এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র (ঢাল, সুরকি, রামদা, ইট-পাটকেল) জব্দ করে। সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।