ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে কনস্টেবল নিয়োগ: বাছাইয়ে বাদ ২ হাজারের বেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
হবিগঞ্জে কনস্টেবল নিয়োগ: বাছাইয়ে বাদ ২ হাজারের বেশি

হবিগঞ্জ: হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বাছাই প্রক্রিয়ায় ২ হাজার ১৪৩ জন আবেদনকারী ছিটকে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে জেলা পুলিশের রিজার্ভ কর্মকর্তা মো. আব্দুর রউফ বাংলানিউজকে এ তথ্য জানান।

জেলায় কনস্টেবল পদে ৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। নিয়োগ পেতে ২ হাজার ৮০০ তরুণ-তরুণী আবেদন করেছিলেন।

গত ২ থেকে ৪ মার্চের বাছাই কার্যক্রমে সেখান থেকে ২ হাজার ১৪৩ জন আবেদনকারী বাদ পড়েছেন। টিকে থাকা বাকি ৬৫৭ জন বৃহস্পতিবার লিখিত পরীক্ষায় অংশ নেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৬৮ জন পুরুষ ও ১২ জন নারীকে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা লিখিত পরীক্ষার সময় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, কনস্টেবল নিয়োগটি শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। অধিকতর যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কারও সঙ্গে কোনো প্রকার যোগাযোগ ও অবৈধ লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য নিয়োগপ্রত্যাশী ও তাদের পরিবারের প্রতি অনুরোধ জানিয়েছি। এমনটি করলে নিয়োগ বাতিলসহ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।