ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মিলল যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
নারায়ণগঞ্জে মিলল যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ: জেলার বন্দরে রোমান (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১০ মার্চ) বিকেলে বন্দরের ধামগড় ইস্পাহানী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত রোমান বন্দরের সোনাচোরা এলাকার রুহুল আমিনের ছেলে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে একাধিক প্রত্যক্ষদর্শী।

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরের দিকে ধামগড় ইস্পাহানী এলাকার উঁচু মাটির ঢিবির নীচে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর বিষয়টি পুলিশকে জানান তারা। বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মাটির ঢিবির ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে তড়িতাহত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি দুর্ঘটনা না হত্যাকাণ্ড তা তদন্তের পর জানা যাবে। রোমানের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।