ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে যুবলীগ নেতার উদ্যোগে গাছের চারা বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
শরীয়তপুরে যুবলীগ নেতার উদ্যোগে গাছের চারা বিতরণ

শরীয়তপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শরীয়তপুর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মো. রোমান আকন্দর উদ্যোগে ৫ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ১৭ রকমের গাছের চারা (ফলজ, বনজ ও ঔষধি) বিতরণ করা হয়েছে।  

রোববার (১২ মার্চ) সকালে শরীয়তপুরের সাজনপুর মর্ডান কিন্ডার গার্টেন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

 

এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ সোহাগ হাওলাদার সহ শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবলীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা মো. রোমান আকন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে নতুন প্রজন্মকে পরিবেশ বান্ধব দেশ গড়ায় উদ্ধুদ্ধ করতেই যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সারাদেশের ন্যায় শরীয়তপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যুবলীগের পক্ষ থেকে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে এ গাছের চারা বিতরণ করা হচ্ছে।  

আজকের শিশুরাই আগামীদিনে একটি গ্রীণ বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।