ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুর সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
চাঁদপুর সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে এটির ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলাম রোমান ও পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

এছাড়া চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক, সব বিভাগীয় প্রধানসহ সব শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, কলেজ অধ্যক্ষ ও আমন্ত্রিত অতিথিসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।