ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে নেশাযুক্ত খাবার খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
রায়গঞ্জে নেশাযুক্ত খাবার খাইয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে নেশাযুক্ত খাবার খাইয়ে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসান আলী নির্যাতিত স্কুলছাত্রীর বাড়ি সংলগ্ন তার শ্বশুড় আব্দুস ছামাদ শেখের বাড়িতে ঘরজামাই থাকতেন। ভিকটিম বাশুড়িয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

এদিকে এ ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বিবরণে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত হাসান আলী নির্যাতিত স্কুলছাত্রীর নিকটাত্মীয়।

বৃহস্পতিবার (০৯ মার্চ) মধ্যরাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে হাসান আলী আত্মীয়তার সুবাদে তাকে ঘরে ডেকে নেন। পরে তাকে ফুসলিয়ে নেশাযুক্ত খাবার খাওয়ান। ভিকটিম অচেতন হয়ে পড়লে তাকে রাতভর ধর্ষণ করা হয়। এক পর্যায়ে জ্ঞান ফিরলে ধর্ষিতা স্কুলছাত্রী চিৎকারে করে। এ সময় তার বাড়ির লোকেরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, ধর্ষণ মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে হাসান আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষিতা স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।