ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে স্পিডবোট দুর্ঘটনায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
রাঙামাটিতে স্পিডবোট দুর্ঘটনায় নারীর মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় স্পিডবোট দুর্ঘটনায় মমতা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কবির হোসেন (৬০) এবং সালমান (০৮) নামে আরও দু’জন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার মাইনী ইউনিয়নের মধুয়াছড়া এলাকার মাইনী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে লংগদু থেকে ১৩ জন যাত্রী নিয়ে একটি স্পিটবোট রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিছুক্ষণের মধ্যে মধুয়াছড়া এলাকায় একটি কান্ট্রিবোটকে ধাক্কা দিয়ে স্পিটবোটটি ডুবে যায়। এতে স্পিটবোটে থাকা মমতা বেগম পানিতে ডুবে যান। এসময় আহত হন শিশুসহ দুজন। কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে মমতাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

নিহত মমতার বাড়ি উপজেলার সোনাই ৫ নম্বার এলাকায়। আহতরা পাশের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।