ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
টঙ্গীতে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দান এলাকা থেকে ১ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ তরুণ-তরুণীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বুধবার (১৫ মার্চ) দুপুরে তাদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সকাল সোয়া ৭টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- গাজীপুরের সায়মা আক্তার মীম (২০), মেহেদী হাসান রিয়াদ (২১)। তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।  

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে বাসে করে মাদকের একটি বড় চালান নিয়ে গাজীপুরে যাচ্ছেন। এমন খবরের ভিত্তিতে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দান এলাকায় অভিযান চালায়। পরে মীম ও রিয়াদকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ১ হাজার ৯৩৫ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।