ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারী জাদুঘরের প্রতিষ্ঠাতা মুজিবর রহমান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
নীলফামারী জাদুঘরের প্রতিষ্ঠাতা মুজিবর রহমান আর নেই এটিএম মুজিবর রহমান

নীলফামারী: নীলফামারী জাদুঘরের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত সমবায় ব্যাংকের সহকারী ব্যবস্থাপক এটিএম মুজিবর রহমান (৮৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৫ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে নীলফামারী জেলা শহরেরর মাস্টারপাড়ায় নিজ বাসভবনে তিনি মারা যান।

মৃত্যুকালে মুজিবুর রহমান স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) বাদ যোহর জানাজা শেষে ডাকবাংলা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক, দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।