ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই হাতে ভর করে ভোটকেন্দ্রে ষাটোর্ধ্ব ইসমাইল 

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
দুই হাতে ভর করে ভোটকেন্দ্রে ষাটোর্ধ্ব ইসমাইল 

ফরিদপুর: ‘ম্যালা অসুস্থ আমি। হাঁটতে পারি না।

২২ বছর বয়সে আমার পা দুটো শুকিয়ে যায় অজানা রোগে। দুহাতে ভর করে ভোটকেন্দ্র আসলাম। একটা ভোটের ম্যালা দাম, তাই ভোট দিতে এলাম পছন্দের লোককে। ’

কথাগুলো বলছিলেন ফরিদপুর সদরের ৫নং ডিক্রীরচর ইউনিয়নের ষাটোর্ধ্ব  ইসমাইল মোল্যা নামের এক ভোটার। ইসমাইল ওই এলাকার মৃত তমিজউদদীন মোল্যার ছেলে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুহাতে ভর করে প্রায় এক কিলোমিটার পথ পেরিয়ে আইজদ্দিন মাতুব্বরের কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন তিনি।  

এসময় ইসমাইল মোল্যা বাংলানিউজকে বলেন, আমার গতরে (শরীরে) হার্টের দোষ, ডায়াবেটিস ও প্রেশার। সপ্তাহে ৫৪০ ট্যাহার ওষুধ লাগে। গরিব মানুষ, তাই ঠিকমতো ওষুধ কিনতে পারি না। দুই হাতে ক্ষত হতে পারে বলে চলার সময় হাতে স্যান্ডেল পড়ে চলি।

কোনো প্রার্থীর অনুরোধ কিংবা চাপে পড়ে ভোট দিতে আসেননি বলে জানান ইসমাইল।

প্রসঙ্গত, ফরিদপুরের ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এখানকার ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৩৫৮ জন ও সংরক্ষিত (নারী) সদস্য পদে ১১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষ্যে ১১ টি ইউনিয়নে স্থাপিত ১১৩ টি ভোটকেন্দ্রে তিন লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর নির্বাচন পরিচালনার জন্য ২২’শ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরুল আমীন জানান, ইউপি নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আনসার, পুলিশ, র‌্যাব সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। এছাড়াও ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেচের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।