ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ১ হাজার ৭৭ পরিবারকে সোলার হোম সিস্টেম বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
খাগড়াছড়িতে ১ হাজার ৭৭ পরিবারকে সোলার হোম সিস্টেম বিতরণ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দুর্গম এলাকার ১ হাজার ৭৭টি পরিবারের মাঝে একটি করে সোলার হোম সিস্টেম বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার (১৬ মার্চ) জেলা সদরের ভাইবোনছড়ার মিলেনিয়াম হাই স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত পরিবারকে বিদ্যুৎ সুবিধা দেওয়ার লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।