ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চেঙ্গী নদীতে ডুবে যুবকের মৃত্যু, রহস্যজনক বলছে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
চেঙ্গী নদীতে ডুবে যুবকের মৃত্যু, রহস্যজনক বলছে পুলিশ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে মো: নুরুল আমিন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রহস্যজনক বলছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে জেলা শহরের গঞ্জপাড়ার আনন্দ অফিস সংলগ্ন চেঙ্গী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

পেশায় রাজমিস্ত্রী নুরুল আমিন জেলা সদরের ভাইবোনছড়ার পূর্ব মুসলিম পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নুরুল আমিন খাগড়াছড়ি শহরে তার মামার সঙ্গে রাজমিস্ত্রীর কাজ করতেন। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে চেঙ্গী নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

তবে চেঙ্গী নদীতে পানি কম থাকায় নুরুল আমিনের মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।