ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নওগাঁ: মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় মানববন্ধন করেছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট পত্নীতলা উপজেলা শাখা।

শনিবার (১৮ মার্চ) দুপুরে জেলার নজিপুর গোল চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সভাপতিত্ব করেন সংগঠনটির পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম।

 

নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রনব দাস মিঠুর সঞ্চালনায় মানববন্ধনে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষক দিনে বেতন পায় চারশো টাকা, অথচ একজন শ্রমিক দিনে ৫০০ টাকা আয় করেন। সরকারি বিদ্যালয়ের শিক্ষক ও আমরা একই কাজ করি অথচ বেতনে অনেক বৈষম্য। বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।