ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অটোরিকশা পায়ে লাগায় চালককে ছুরিকাঘাতে খুন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
অটোরিকশা পায়ে লাগায় চালককে ছুরিকাঘাতে খুন!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাহীন আলম (২২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে মাদকসেবীরা।

শনিবার (১৮ মার্চ) দিনগত রাতে ফতুল্লার হাজীপাড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শাহীন আলম বগুড়ার ধুপচাচিয়া ঘাটমাগুরার নজিবর রহমানের ছেলে। তিনি ফতুল্লার কাশীপুরের হাজীপাড়ায় থাকতেন এবং অটোরিকশা চালাতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৮ মার্চ) রাতে শাহীন অটোরিকশা চালিয়ে যাবার সময় আশরাফুল নামে এক মাদকসেবীর পায়ে লেগে যায়। এতে দুজনের মধ্যে তর্ক ও ঝগড়া হয়। পরে দুজনেই বন্ধু নিয়ে এসে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাত করা হয় শাহীনকে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয় তার। এসময় শাহীনের সঙ্গে থাকা আরও দুজন আহত হন।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।