ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রিনলাইন পরিবহনের চালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রিনলাইন পরিবহনের চালক গ্রেফতার

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেফতাররা হলেন—গ্রিনলাইন পরিবহনের চালক মানিক মিয়া, সৈয়দ আলম ও মো. আলাউদ্দিন।

রোববার (১৯ মার্চ) তাদের গ্রেফতারের কথা জানান ডিবি লালবাগ সহকারী কমিশনার (এসি) মুহম্মদ মনিরুজ্জামান।

তিনি জানান, শাহজাহানপুর থানার মালীবাগ এলাকায় অভিযান চালিয়ে মানিক ও আলমকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা পরস্পরের যোগসাজশে গ্রিনলাইন পরিবহনের চালক মানিক মিয়ার মাধ্যমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসি মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।