ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
তেঁতুলিয়ায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডোবার পানিতে পড়ে মোস্তাকিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মোস্তাকিন ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।  

জানা গেছে, নিজ বাড়ির উঠানে খেলছিল মোস্তাকিন। একপর্যায় সবার অজান্তে বাড়ির বাইরে বের হয়ে খেলা করার সময় পাশের ডোবায় পড়ে যায় সে। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকেরা মোস্তাকিনকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ডোবা থেকে শিশুটিকে মৃত উদ্ধার করে পরিবারের লোকজন।  

তিরনইহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসাইন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।