ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাটিরাঙায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
মাটিরাঙায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙায় মালবোঝাই পিকআপের সঙ্গে মোটরাইকেলের সংঘর্ষে মো. মেহরাজ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার(২৩ মার্চ) সকালে মাটিরাঙায় যৌথ খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহরাজ মাটিরাঙ্গার রুসুলপুর এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে মাটিরাঙ্গার যৌথখামার এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সবজিবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মেহরাজ গুরুতর আহত হলে স্থানীয়রা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ পিকআপটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

মাটিরাঙার পৌর মেয়র মো. শামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ট্রাফিকিং ব্যবস্থা না থাকায় পৌর এলাকায় দ্রুত গতির যানবাহন অনিয়ন্ত্রিতভাবে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনায় অকাল মৃত্যু ঘটছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এডি/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।