ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
ফরিদপুরে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ১ আটক রুস্তম মল্লিক

ফরিদপুর: ফরিদপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ রুস্তম মল্লিক (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২২ মার্চ) সকালে রুস্তমকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের গোয়ালচামট এলাকার একটি বাড়ির সামনে থেকে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।  
আটক রুস্তম পাশের গোয়ালচামট বিহারী পল্লী এলাকার হাসান মল্লিকের ছেলে বলে জানা গেছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি রুস্তমকে ৫০০টি ইয়াবা ও ২৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।