ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এক্সপ্রেসওয়েতে গতিসীমা অতিক্রম করায় ১২ পরিবহনকে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এক্সপ্রেসওয়েতে গতিসীমা অতিক্রম করায় ১২ পরিবহনকে মামলা

মাদারীপুর: এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ১৯ জন নিহত হওয়ার ঘটনার পঞ্চম দিনে গতিসীমা অতিক্রম করায় ১২টি পরিবহনকে মামলা দিয়েছে শিবচর হাইওয়ে পুলিশ। এর মধ্যে বেপরোয়া গতির কারণে ইমাদ পরিবহনের একটি বাসও রয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এসব পরিবহনকে মামলা দেওয়া হয়।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই হাইওয়েতে পুলিশের তৎপর রয়েছে। গতিসীমা অতিক্রম করায় দুপুর ২টা পর্যন্ত ১২টি পরিবহনকে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসও রয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, দুপুর পর্যন্ত গতিসীমা অতিক্রম করায় ১২টি পরিবহনকে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫৮৭৯৮) একটি বাসও রয়েছে। বাসটির গতিসীমা ছিল ঘন্টায় ৯২ কিলোমিটার। আমরা চালকদের সচেতন করতে কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।