ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: দীর্ঘদিন পর সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সচিবালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ মার্চ) সোয়া ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

এরপর সচিবালয়ের ৬ নম্বর ভবনে নিজের কার্যালয়ে যান তিনি এবং সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। পরে দুপুর সোয়া ২টার দিকে সচিবালয় থেকে বের হন তিনি।

এর আগে ২০১৯ সালের ১৭ জানুয়ারি সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।