ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
বগুড়ায় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় তীর্থ রায় (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ভাঙ্গিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তীর্থ ওই গ্রামের তাপস চন্দ্র রায়ের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে সড়কের পাশে খেলা করছিল তীর্থ। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে অটোরিকশাচালক মাহফুজুর রহমান তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

গাবতলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ত্রিদীপ মণ্ডল জানান, মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় কাউকে আটক করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।