ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লিফটে আটকা ৯৯৯-এর ৬ পুলিশ! উদ্ধারে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
লিফটে আটকা ৯৯৯-এর ৬ পুলিশ! উদ্ধারে ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানী শাহবাগ আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোলরুমে লিফটে আটকা পড়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত ছয় পুলিশ কনস্টেবল। খবর পেয়ে তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

শনিবার (২৫ মার্চ) রাত ১০টা ০৭ মিনিটে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রমের নেতৃত্বে ছিলেন ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম সুমন।  

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে পৌঁছে পুলিশ কন্ট্রোলরুমের নিচ তলায় মেশিনের দ্বারা লিফটের দরজা খুলে আটকে পড়া ছয় পুলিশ সদস্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, লিফট গোলযোগের কারণে দরজাটি লক হয়ে তারা আটকে পড়েছিলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।