ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আট দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
আট দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি ফাইল ফটো

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে মঙ্গলবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

আবদুল হামিদকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি প্লেন (ফ্লাইট নং বিজি-৫৮৪) কাল বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবে।

সোমবার (২৭ মার্চ) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আট দিনের এ সময়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন আবদুল হামিদ।

৫ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।