ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর সড়কের যাত্রীদের যে নির্দেশনা দিল কর্তৃপক্ষ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
বিমানবন্দর সড়কের যাত্রীদের যে নির্দেশনা দিল কর্তৃপক্ষ 

ঢাকা: বিমানবন্দর সড়কে চলাচলকারী যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার নির্দেশনা দিয়েছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।

মঙ্গলবার (২৮ মার্চ) রোডস অ্যান্ড হাইওয়ের (আরএইচডি) বরাত দিয়ে নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের বাস্তবায়নকারী এই সংস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ করা হলো।

সেই হিসাবে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত ১৩টি শুক্রবার রয়েছে। এই ১৩ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।