ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ৬০০ ইয়াবাসহ আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
গোবিন্দগঞ্জে ৬০০ ইয়াবাসহ আটক ১ 

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ আতিকুর রহমান উজ্জল (৪৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প।

উজ্জল জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মেকুরাই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

প্রেস রিলিজে জানানো হয়, গোপন খবরে সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে গোবিন্দগঞ্জের মেকুরাই গ্রামের অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৬০০টি ইয়াবা ট্যাবলেটসহ উজ্জলকে আটক করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় উজ্জলের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বাংলানিউজকে জানান, উজ্জলকে থানায় হস্তান্তর করলে তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।