ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেবে সৌদি আরব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেবে সৌদি আরব

ঢাকা: সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয় হাজার ২শ ৮৫ পরিবারকে সহায়তা দেবে সৌদি আরব। এসব পরিবারকে কম্বল ও বালিশসহ গৃহস্থালি উপকরণ দেওয়া হবে।

 

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার সৌদি দূতাবাস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

সংবাদ  সম্মেলনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ঈসা আল দুহাইলান বলেন, কিং সালমান হিউম্যানটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের মাধ্যমে কিং সালমান সেন্টারের মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হবে। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যায় ক্ষতিগ্রস্তরা এই ত্রাণ পাবেন। ক্ষতিগ্রস্তদের ২৪ ধরনের ক্রোকারিজ ও বোর্ডিং সামগ্রী দেওয়া হবে।

সৌদি রাষ্ট্রদূত আরো জানান, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে ওই ত্রাণ বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।