ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেশি লাভে মুরগি বিক্রি, জ‌রিমানা গুনল ৩ দোকানি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
বেশি লাভে মুরগি বিক্রি, জ‌রিমানা গুনল ৩ দোকানি 

বরিশাল: রমজানকে কেন্দ্র করে বরিশালে বাজার নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ মার্চ) এ অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মূল্য তালিকা প্রদর্শন না করা, দাম বেশি রাখা থেকে শুরু করে ব্যবসায়ে কোনো ধরনের অনিয়ম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

জানা গেছে, রমজানকে কেন্দ্র করে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের নির্দিষ্ট মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির খবরে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় নগরের চৌমাথা বাজার ও বাংলা বাজারে ১৯০ টাকা মূল্য  ব্রয়লার মুরগি ক্রয় করে ২৩০ টাকায় বিক্রির অভিযোগে তিনটি দোকান ও মূল্য তালিকা না থাকার অপরাধে ২টি ফলের দোকানসহ ছয় ব্যবসায় প্রতিষ্ঠান‌কে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। তবে কোনো পণ্যের দাম বেশি রাখা হয়নি দাবি এসব  বিক্রেতাদের।

এদিকে বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ মুরগির দাম বেশি রাখা হয় বলে অভিযোগ ক্রেতাদের। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবিও জানান তারা।

তবে মূল্য তালিকা প্রদর্শন না করা, দাম বেশি রাখা থেকে শুরু করে ব্যবসায়ে কোনো ধরনের অনিয়ম ছাড় দেওয়া হবে না বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর ব‌রিশাল বিভাগীয় কার্যাল‌য়ের উপ প‌রিচালক অপূর্ব অধিকারী।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।