নারায়ণগঞ্জ: জেলার কালীরবাজারে ফলের আড়তে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফলের মূল্য তালিকা যথাযথ না থাকা ও কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকার একটি মামলা দায়ের হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে পরিচালিত অভিযানে বাজারের অন্যান্য দোকানি ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখতে নির্দেশনা দেন আদালত। ওজন পরিমাপক যন্ত্র ও চালান পরীক্ষাসহ প্রয়োজনীয় নির্দেশনাও দেন আদালতের বিচারক।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে যেন ফল বিক্রি করা না হয়, সে ব্যাপারেও সচেতন করা হয়।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম। উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি মো. সুমন খন্দকার ও জেলা পুলিশের সদস্যরা। তারা অভিযানের বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেননি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমআরপি/এমজে