ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে ২০০ জনের নামে পুলিশ এসল্ট মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
লাখাইয়ে ২০০ জনের নামে পুলিশ এসল্ট মামলা

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০০ জনের নামে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম বাংলানিউজকে এ তথ্য জানান।

 

এর আগে ৬০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন উপ-পরিদর্শক (এসআই) সদরুল হাসান খান।  

পুলিশ পরিদর্শক চম্পক ধাম জানান, আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।  

গত ২৫ মার্চ লক্ষ্মীপুর গ্রামের হিরা মিয়া ও মজিবুর রহমানের পক্ষ নিয়ে দুইদল গ্রামবাসী সংঘর্ষে জড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সে সময় উভয়পক্ষের লোকসহ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।