ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে বন্দুক-গুলিসহ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
শ্যামনগরে বন্দুক-গুলিসহ ডাকাত আটক

সাতক্ষীরা: জেলার শ্যামনগরে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুকসহ দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি দাঁ ও রডসহ এক ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক আজিজুল হক (২৭) উপজেলার গাবুরা ইউনিয়নের লিয়াকত গাজীর ছেলে।

এ বিষয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী এলাকায় অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক আজিজুল হককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।