ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মার ২ ইলিশ সাড়ে ১৬ হাজার টাকায় বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
পদ্মার ২ ইলিশ সাড়ে ১৬ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া দুইটি ইলিশ (৪ কেজি ১৮০ গ্রাম) ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হয়েছে।  

শুক্রবার (৩১ মার্চ) সকালের দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে সদেশ হালদারের জালে ইলিশ দুইটি ধরা পড়ে।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে মাছ দুটি মোট ১৫ হাজার ৮৮৪ টাকায় কিনে নেন।

শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক ও ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে ইলিশ দুইটি ১৫ হাজার ৮৮৪ টাকায় কিনে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে রাজধানী ঢাকায় এক ক্রেতার কাছে ৫০০ টাকা লাভে মোট ১৬ হাজার ৩৮৪ টাকায় বিক্রি করেছি।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।