ঢাকা: ঢাকাস্থ রাশিয়ান হাউস মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও উন্নয়নে রাশিয়ার ভূমিকা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
শুক্রবার (৩১ মার্চ) ঢাকাস্থ রাশিয়ান হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ তার বক্তব্যে কৃতজ্ঞতার সঙ্গে বাঙালি জাতির স্বাধীনতার জন্য বীরত্বপূর্ণ সংগ্রাম এবং এ উচ্চ লক্ষ্যের জন্য আত্মত্যাগের কথা স্মরণ করেন।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন ও কাঠামো তৈরিতে প্রাক্তন ইউএসএসআর-এর জরুরি সহায়তা এবং রাশিয়ার ভূমিকা কখনোই ভুলে যাওয়ার মতো নয়।
ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতোভ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়ান ফেডারেশন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রকৃতি, তাদের ধারাবাহিকতা ও রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাগত, সাংস্কৃতিক ক্ষেত্রে আজকের প্রগতিশীল উন্নয়নের চিত্র তুলে ধরেন। একইসঙ্গে তিনি স্বাধীনতার জন্য বীরত্বপূর্ণ সংগ্রাম ও বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এইচএমএস/আরবি