ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গেছে রাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গেছে রাকিব

নরসিংদী: পলাশ উপজেলার ঘোড়াশালের বাসিন্দা মো. রাকিব (২০)। তিনি একজন কলেজছাত্র।

কিছুদিন আগে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে গেছেন তিনি। ১২ দিন ধরে তাকে পাওয়া যাচ্ছে না।

জানা গেঝে, গত সোমবার (২০ মার্চ) বাড়ি থেকে বরে হন রাকিব। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছে না পরিবার।

নিখোঁজ রাকিব ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামের মো. আয়নাল হকের ছেলে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ থেকে উত্তীর্ণ হন তিনি। পড়াশোনার পাশাপাশি পাঁচদোনা এলাকার পাকিজা টেক্সটাইল মিলে চাকরি করেন তিনি।

আয়নাল হক জানান, সোমবার দুপুরে তার ছেলে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি বাড়ি ফেরেননি। তার মোবাইল নম্বরটিও বন্ধ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার (২৮ মার্চ) পলাশ থানায় সাধারণ ডায়েরি করেছেন আয়নাল হক। জিডি নম্বর ১৪৯৭।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাকিবকে উদ্ধার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।