ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হাটে জেলা প্রশাসন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
রাঙামাটিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হাটে জেলা প্রশাসন

রাঙামাটি: রাঙামাটিতে পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সচেতনতামূলক প্রচারিভিযানের লক্ষ্যে হাটগুলোতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের মনিটরিং টিম।  

শনিবার (০১এপ্রিল) দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ হাট-বাজার পরিদর্শন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে প্রশাসনের একটি টিম।

এইদিন হাটবাজারের ফলের দোকান, মুদি দোকান, মাছ, মাংস, মুরগির দোকান এবং শপিং মলগুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারিভিযান পরিচালনা করা হয় এবং মূল্য তালিকা না টাঙানো এবং ক্রয়ের রশিদ না দেখানোর দায়ে কয়েকটি দোকান মালিককে সতর্কতামূলক হিসেবে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার, রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিনসহ জেলা প্রশাসন এবং পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।