ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
কাশিমপুর মহিলা কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর: কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নাজমা বেগম (৪৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) সকালে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সোহাতা বৈয়াবাড়ী এলাকার মোশারফ হোসেনের স্ত্রী। তার হাজতি নম্বর ৭৬৫/২৩।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ওবায়দুর রহমান বাংলানিউজকে জানান, সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন নাজমা বেগম। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নাজমাকে মৃত ঘোষণা করেন। নাজমা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তার বিরুদ্ধে লালবাগ থানায় মামলা নং- ০৩(০৩)২৩, ধারা-১৪৩/ ৪৪৮/৩৮৫২/৪২০/৫০৬ রুজু ছিল।

তিনি জানান,গত ২৭ মার্চ নাজমাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে নাজমার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।