বগুড়া: বগুড়ার সদর উপজেলায় পার্ক থেকে আলী আজম (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে শহরের শহীদ খোকন পার্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলী আজম বগুড়া সদর উপজেলার বুজরুক বাড়িয়া এলাকার আব্দুস সামাদ সাকিদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শহীদ খোকন পার্ক থেকে কিছু কলেজ ছাত্র আলী আজমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর তারা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলী আজমের মুখ গ্যাস জাতীয় ওষুধের গন্ধ ছিল।
বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বাংলাদেশ সময়:১০৩২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
কেইউএ/এসএম