সিরাজগঞ্জ: বিষাক্ত কেমিক্যাল ও বর্জ্য ফেলে ফুলজোড় (বাঙালি) নদী দূষণের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
রোববার (২ এপ্রিল) উপজেলার চান্দাইকোনা বাজার আদর্শ দোকান মালিক সমিতি লিমিডেটের উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুর ছোনকা এলাকায় এসআর কেমিক্যাল মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ্য ফুলজোড় নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর মাছ ধ্বংস হচ্ছে। বিষাক্ত বর্জ্যের গন্ধে স্থানীয় লোকজন নদীতে গোসল করতে পারছে না। এমনকি গবাধি পশুকেও খাওয়ানো যাচ্ছে না নদীর পানি। এক সময় এই নদীতে প্রচুর দেশীয় মাছ পাওয়া যেত। বিষাক্ত বর্জ্যের কারণে এখন আর সেই মাছ নেই। তাই বিষাক্ত বর্জ্য ফেলে দূষণের হাত থেকে নদীটি রক্ষার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ধামাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমত আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি ফারুক আহমেদ শিখন দেন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এসএম