ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় চার মাদককারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
ছাগলনাইয়ায় চার মাদককারবারি গ্রেপ্তার

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ৪ কেজি গাঁজা, ২৮ বোতল বিদেশি মদ এবং ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৩ এপ্রিল) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় গ্রামের মো. সফর আলীর ছেলে মো. বেলাল হোসেন (২৯), নিজকুঞ্জরা গ্রামের আবু তাহেরের ছেলে জোবায়ের পারভেজ (২৯), জোরারগঞ্জের ধুম এলাকার ওবায়দুল হকের ছেলে মো. সাফায়েত হোসেন (৪০) ও জোরারগঞ্জের দূর্গাপুর এলাকার মৃত হাজী গনি আহাম্মদের ছেলে শাহাদাত হোসেন (৩০)।  

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।