ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়ান ভ্লগারকে বিরক্ত করা সেই ব্যক্তি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
অস্ট্রেলিয়ান ভ্লগারকে বিরক্ত করা সেই ব্যক্তি গ্রেপ্তার

ঢাকা: ঢাকার কারওয়ান বাজার এলাকায় এক অস্ট্রেলিয়ান ট্রাভেল ভ্লগারকে বিরক্তির দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. কালু মিয়া (৬০)।

তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, অস্ট্রেলিয়ান নাগরিক ও ট্রাভেল ভ্লগার লিউক ডেম্যান্ট চারদিন আগে ফেসবুকে একটি ট্রাভেল ভিডিও আপলোড করেন। তাতে দেখা যায়, কারওয়ান বাজারে একজন বয়স্ক লোক তার সঙ্গে বিরক্তিকর আচরণ করছে।  

লিউক ডেম্যান্টের ফেসবুকে প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন ফলোয়ার। এই ভিডিও ফেসবুকে আপলোড করলে তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুকে এই ভিডিও ৯ দশমিক ২ মিলিয়ন ভিউ পায়।

ভিডিওটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে এলে তেজগাঁও থানা পুলিশের একটি চৌকস দল হাতিরঝিল থানার একটি টিমের সহায়তায় রোববার (২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কারওয়ান বাজার ক্রসিংয়ের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।  

ডিসি মো. ফারুক হোসেন জানান, সেই ভ্লগারকে বিরক্ত করার  বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত কালু মিয়া। তিনি এই ধরনের কাজে ইতোপূর্বেও জড়িত ছিলেন বলে জানা যায়। তাকে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় বর্ণিত অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা এপ্রিল ৩, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।