ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৭ দিনের মধ্যে অছাত্রদের হল ছাড়তে বলল জাবি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
৭ দিনের মধ্যে অছাত্রদের হল ছাড়তে বলল জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, (জাবি): আবাসিক হলে অবস্থানকারী অছাত্রদের হল আগামী ৭ দিনের মধ্যে হল ছাড়তে নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

গত ২৫ মার্চ উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রভোস্ট কমিটির যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা বলে অফিস আদেশে জানানো হয়।

এতে বলা হয়, যে সকল শিক্ষার্থী স্নাতকোত্তর পরীক্ষা সমাপ্ত করেছে কিংবা নিয়মবহির্ভূতভাবে হলে অবস্থান করছে তাদেরকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে হল ছাড়তে পুনরায় নির্দেশ দেওয়া হলো। উক্ত সময়ের মধ্যে হল না ছাড়লে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার বাংলানিউজকে বলেন, এটা আগে প্রশাসনের একটা রুটিন ওয়ার্ক ছিল যা বেশকিছুদিন ধরে আমরা পাইনি। এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে তৎপর। এর আগে নোটিশ দিয়ে আমরা এর অনেকাংশে বাস্তবায়ন করেছিলাম। এখন ছুটি হওয়ায় এমনিতে অনেকেই হলে না থাকায় এ সময়ে তার বাস্তবায়ন কিছুটা কঠিন। তারপরও আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।

এর আগে গত ৭ মার্চ একই নির্দেশনা দিয়ে নোটিশ জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।