সাতক্ষীরা: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পাঠানো ত্রাণ সহায়তা পেয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের এক হাজার পরিবার।
সোমবার (৩ এপ্রিল) উপজেলার নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সুনবুল্লাহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের (এসসিএফ) ব্যবস্থাপনায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের সদস্য হাবিবুল্লাল আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, বীর মুক্তিযোদ্ধা ডা. মুজিবুর রহমান, নওয়াবেঁকী মহা বিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠুসহ অনেকে।
অনুষ্ঠানে শ্যামনগর উপকূলের এক হাজার পরিবারের মধ্যে সৌদি সরকারের পাঠানো ত্রাণের একটি করে বক্স দেওয়া হয়। প্রতিটি বক্সের ভেতরে রয়েছে চাল, ডাল, চিনি, তেল ও লবণ।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এসআই