ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগুনে ভস্মীভূত ৪ মার্কেট, আংশিক ক্ষতিগ্রস্ত আরও দুটি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
আগুনে ভস্মীভূত ৪ মার্কেট, আংশিক ক্ষতিগ্রস্ত আরও দুটি

ঢাকা: পাঁচ ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজারের আগুন। ফায়ার সার্ভিস, তিন বাহিনী, ব্যবসায়ী ও স্থানীয়দের প্রচেষ্টায়ও কমেনি ভয়াবহ এ আগুনের তীব্রতা।

ভয়াবহ আগুনে ঈদের জন্য আনা শত শত দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব হারিয়ে দিশেহারা বঙ্গবাজারের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে লাগা আগুনে চারটি মার্কেট ইতোমধ্যে ভস্মীভূত হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দুটি মার্কেট। আগুন ছড়িয়ে পড়ছে আশপাশে।

এর আগে অ্যানেক্স মার্কেটের দোকান মালিক নাসিম বাংলানিউজকে বলেছিলেন, বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন অ্যানেক্স মার্কেটে আগুন লেগেছে।

এরপর খবর পাওয়া যায় ঘটনাস্থলের পাশের আরেকটি মার্কেটে আগুন লেগেছে। মার্কেটটির আংশিক পুড়ে গেছে।

এদিকে মহানগর মার্কেটের সঙ্গে লাগোয়া হওয়ায় সেখান থেকে পুলিশ সদর দপ্তরেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

প্রস্তুতি হিসেবে পুলিশ সদর দপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিসের সদস্য মোতায়েন রয়েছেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দপ্তরের মেইন গেটের সামনে বিপুলসংখ্যাক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।