ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজারে আগুন এখনো পুরোপুরি নেভেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
বঙ্গবাজারে আগুন এখনো পুরোপুরি নেভেনি ছবি: সুব্রত চন্দ

বঙ্গবাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভেনি। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গবাজারে পুড়ে যাওয়া স্থানে থেমে থেমে আগুন জ্বলতে দেখা যায়। এনেক্সকো টাওয়ারেরও উপরের দুটি তলায় বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে বলে জানা যায়।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা এনেক্সকো টাওয়ারের আগুন নেভাতে পানি ছিটাচ্ছেন।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  

আগুনে বঙ্গবাজার এলাকার মোট ছয়টি মার্কেট পুড়ে গেছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও দুটি আংশিক পুড়েছে। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে গেছে। আর্থিক ক্ষতি হয়েছে আনুমানিক কয়েক হাজার কোটি টাকা।

জিসিজি/এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।