ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মধুখালীতে ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
মধুখালীতে ফেনসিডিলসহ আটক ২

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ওই দুই ব্যক্তিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে মধুখালীর রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মধুখালীর নওপাড়া গ্রামের মো. জসিম বিশ্বাস (৩২) ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জুরান মোল্লা পাড়াগ্রামের মো. শাহিন শেখ (৩৫)।

বিজ্ঞপ্তিতে ফরিদপুর র‌্যাব-৮ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৩ এপ্রিল সন্ধ্যায় ফরিদপুর ক্যাম্পের মধুখালীর রায়পুর ইউনিয়নের মাঝকান্দি মোড় থেকে একটি প্রাইভেটকারে গতি রোধ করে তল্লাশি করে ২৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সে সময় ওই গাড়িটি থেকে জসিম ও শাহিনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও জব্দ করা হয় নগদ ৬৪ হাজার ৭০০ টাকাও। এ ব্যাপারে মধুখালী থানায় র‌্যাব বাদী হয়ে মঙ্গলবার সকালে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।