গাইবান্ধা: নিজ বাড়িতে নিয়ে সন্তান ভূমিষ্ট করার চেষ্টাকালে মা- নবজাতকের মৃত্যুর ঘটনায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্ট্যাফ নার্স আমেনা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত মাসের ২৩ তারিখে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স আমেনা বেগম এক অন্তঃসত্ত্বার সন্তান প্রসবের চেষ্টার একপর্যায়ে নবজাতক ও মা দুজনেরই মৃত্যু হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। বিষয়টি অবগত হয়ে ওই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাশাপাশি ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তারা হলেন- গাইনি কনসালটেন্ট সাবিনা পারভীন, মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা, নাসিং সুপারভাইজার মোছার আফরুজা খানম, মিডওয়াইফ মোছা. ইসরাত জাহান মনিরা, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাহাত আল রাজীব। তাদের পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে অভিযুক্ত নার্সের বিচার দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
আরএ