ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে এবার সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
নাটোরে এবার সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা

নাটোর: আসন্ন ঈদুল ফিতরে এবার নাটোরে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এতে ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য প্রতি কেজি ৬০ টাকা হিসেবে ফিতরা ১০০ টাকা এবং ৩ কেজি ৩০০ গ্রাম পনিরের মূল্য প্রতি কেজি ৮০০ টাকা হিসেবে সর্বচ্চো ফিতরা ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ফিতরা নির্ধারণ বিষয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জাতীয় ইমাম সমিতি জেলা শাখা, জেলা ইমাম কল্যাণ পরিষদ, ইমাম আকিদা সংরক্ষণ পরিষদ এবং জেলার গণ্যমান্য ওলামা ও মুফতিয়ানে কেরামরা অংশ নেন।

জাতীয় ইমাম সমিতি নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কাশেম।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন কান্দিভিটা জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা মো. গোলাম মোস্তফা, আলাইপুর জামে মসজিদের খতিব মাওলানা মো. মফিজুর রহমান, মসজিদুল মোকাররক জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. জহুরুল ইসলাম, নিচাবাজার বড় জামে মসজিদের খতিব মুফতি আবু মুসা, সদর হাসপাতার জামে মসজিদের খতিব আব্দুল মান্নান, কান্দিভিটা জামিয়া নুরিয়া মাদ্রাসার প্রধান মুফতি আরিফুল ইসলাম, নাটোর ইমাম কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. আবুল হুসাইন, নাটোর সুগার মিলস জামে মসজিদের খতিব মো. মিজানুর রহমান, পটুয়াপাড়া জামে মসজিদের খতিব মাসউদুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মিজানুর রহমান, নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আব্দুল হাকিম, গাড়ীখানা জামে মসজিদের খতিব হোসাইন আহমেদ, চাঁদপুর কওমী মাদ্রাসার মুহতামিম মো. মাহমুদুল হাসান, বিটিভি ও দৈনিক ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মো. জালাল উদ্দিন, নাটোর জেলার ইমাম কল্যাণ পরিষদের সাধরণ সম্পাদক মাহবুবুর রহমান এবং নাটোর ইমান আকিদা সংরক্ষন কমিটির সাধারন সম্পাদক খবির উদ্দিন প্রমুখ।

এ সময় ওলামায়ে কেরামরা ফিতরা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সবার সম্মতিক্রমে নাটোর জেলার জন্য এবারের ফিতরা ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য প্রতি কেজি ৬০ টাকা হিসেবে ফিতরা ১০০ টাকা নির্ধারণ করা হয়। তবে যারা খেজুর দিতে চান তারা ৩ কেজি ৩০০ গ্রাম খেজুরের মুল্য প্রতি কেজি ৩০০ টাকা হিসেবে ফিতরা ৯৯০ টাকা, কিসমিস ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য প্রতি কেজি ৫০০ টাকা হিসেবে ফিতরা ১ হাজার ৬৫০ টাকা, ৩ কেজি ৩০০ গ্রাম জবের মূল্য প্রতি কেজি ১০০ টাকা হিসেবে ফিতরা ৩৩০ টাকা, ৩ কেজি ৩০০ গ্রাম পনিরের মুল্য প্রতি কেজি ৮০০ টাকা হিসেবে ফিতরা ২ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়।

সভায় জানানো হয়, ফিতরার নিসাব ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় যার মালিকানা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন ভরি রূপা অথবা এর সমমূল্য সম্পদ বা নগদ অর্থ যা বর্তমান বাজার মূল্য হিসেবে (রূপা প্রতি ভরি ১ হাজার ৪০০ টাকা হারে ৭৩ হাজার ৫০০ টাকা থাকে, তাহলে তার ওপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। ওই পরিমান মাল বা টাকা এক বছর অতিবাহিত হলে তার ওপর যাকাত ওয়াজিব হবে। ফিতরা গরীব ও দুঃখী মানুষের হক যার যার অবস্থান থেকে বেশি পরিমাণ দেওয়ার মধ্যেই অধিক ফজিলত আছে।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।