ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না তুবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে আর ঘরে ফেরা হলো না তুবার

সাতক্ষীরা: বাবার সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তুবা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তুবা ওই গ্রামের স্বাস্থ্যকর্মী কামাল হোসেনের দ্বিতীয় সন্তান।

কয়লা ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, কামাল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়ার সময় তুবাও সেখানে যায়। এক পর্যায়ে গোসল শেষে কামাল হোসেন মেয়ে বাড়িতে চলে গেছে ভেবে নিজেও বাড়িতে ফিরে যান। কিন্তু বাড়ি পৌঁছে দেখেন তার মেয়ে বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তুবাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান। পরে ডাক্তার তুবাকে মৃত ঘোষণা করেন।

শিশু তুবার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকে বাবা কামাল হোসেন ও তুবার মা অসুস্থ হয়ে পড়েছেন। আজ (বুধবার) সকাল ১০টায় তুবার দাফন সম্পন্ন হয়েছে।

কলারোয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।