ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০। তারা হলেন- মো. শরীফ আহমেদ (৪৩) ও মো. হানিফ (৩৮)।
অভিযানকালে তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে মতিধিল থানাধীন আরামবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এসজেএ/এমএমজেড