ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার নবজাতকটি

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীর আল-রাজী হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই নবজাতককে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।

এদিকে, আল-রাজী হাসপাতালের সুপার ভাইজার মো. আনোয়ার দাবি করেন, আল-রাজী ও জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থানে নবজাতকটিকে পাওয়া যায়। নবজাতকটিকে তাদের হাসপাতালের ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়নি।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম বলেন, সকালের দিকে পুলিশ নবজাতকটিকে নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ইতোমধ্যে অনেকেই নবজাতকটিকে শর্ত মেনে দত্তক নিতে চাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।