ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নড়াইল: মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান শেখকে (৩২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  তার নামে একাদিক মাদক মামলা রয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দিনগত রাতে উপজেলার কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তার হাসান কুচিয়াবাড়ীয়া গ্রামের রুস্তম শেখের ছেলে।  

পুলিশ জানায়, ২০১৮ সালের একটি মাদক মামলায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায়ের আগে থেকেই তিনি পলাতক ছিলেন।  

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে কুচিয়াবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১০টি ইয়াবা ও ৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে আবারও লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, হাসান মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ইতোপূর্বেও পুলিশ তাকে কয়েকবার গ্রেপ্তার করেছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।